ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর
প্রধান উপদেষ্টার হাতে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দিয়েছেন।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে বেলা ১১টার দিকে স্বাস্থ্য সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
এর আগে, গত বছরের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খানকে সভাপতি করে ১১ সদস্যের স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়।
কমিশনে রয়েছেন খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক সরকারি কর্মকর্তা ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।
২১৪ দিন আগে