ছবির গল্প
ছবির গল্প শুধুই বিনোদন নয়, আমাদের ভবিষ্যতের বিনিয়োগ: পরিবেশ উপদেষ্টা
ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে।’
সোমবার (৫ মে) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত ‘ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কৃষি, প্রাণ-প্রকৃতি ও খাদ্য নিরাপত্তায় সমন্বয় জরুরি: পরিবেশ উপদেষ্টা
উপদেষ্টা বলেন, ‘ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য তাদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে। শিশুরা প্রকৃতিকে ভয় করে নয়, বরং ভালোবেসে বড় হয়।’
অনুষ্ঠানে শিশুদের পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ ছবি প্রদর্শিত হয়। এ সময় শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও ধারণা লাভ করে।
এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।’
২১৩ দিন আগে