লক্ষ্মীপুরে
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্বাচন আসছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। অতীতে তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর সাড়া দিচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, সামনে নির্বাচন আসছে। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে বলে। আবার অগ্নিসন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এসব হুমকি এদেশের মানুষ পছন্দ করে না। এদেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় তবে জনগণই তাদের প্রতিহত করবে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে: ফখরুল
বিএনপির গায়েবি মামলার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাদের দ্বারা আক্রান্ত ব্যক্তিরাই তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরই সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবছরও বেড়েছে। মণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি ৬ লাখ আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও মণ্ডপ কমিটিগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি পর্যাপ্ত সিসি ক্যামেরা ও সেচ্ছাসেবক রাখার জন্য।
তিনি আরও বলেন, অনেকে মনে করছেন পূজাকে কেন্দ্র করে কিছু একটা হতে পারে। তবে আমরা মনে করি কিছুই হবে না। শান্তিপূর্ণভাবেই পূজা শেষ হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমিও আইনের ঊর্ধ্বে নয়। যেই অন্যায় কিছু করবে, তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান।
মতবিনিময় শেষে উপজেলা প্রশাসন আর্ট স্কুল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর আখড়া পরিদর্শন করেন তিনি।
বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের কর্মসূচির মঞ্চ প্রস্তুত
৫৬০ দিন আগে
লক্ষ্মীপুরে ছোটভাইয়ের হাতে মেজো ভাই খুন!
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাইয়ের খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ধমধমা দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমদ ও ছোট ভাই হোসেন আহমদ মৃত মন্তাজুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্তাজুর রহমানের ছেলে তোফায়েল আহমদ ও হোসেন আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার রাত আটটার দিকে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তোফায়েল আহমদের সঙ্গে ছোট ভাই হোসেনের স্ত্রী-সন্তানের কথা কাটাকাটি হয়। হোসেন আহমদ লক্ষ্মীপুর থেকে রাত ৯টার দিকে বাড়িতে যাওয়ার পর বিষয়টি বড় ভাইকে জিজ্ঞাসা করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মেজো ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চাঁদপুরে আর্জেন্টিনাকে সাপোর্ট করা নিয়ে বিরোধে বন্ধুর হাতে বন্ধু খুন!
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হোসেন আহমদকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জমান আশরাফ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে মেজো ভাই খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানান।
আরও পড়ুন: জকিগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন!
পুরান ঢাকায় ‘ডাকাতি’, বৃদ্ধ খুন
৮৮৪ দিন আগে
লক্ষ্মীপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রাখালিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বিপ্লব হোসেন সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাহী হাজী বাড়ির সবুজ মিয়ার ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, বিপ্লব দালাল বাজারে গ্রিলের ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করত। সকালে রাখালিয়া বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রির পেছনের দিঘির পাড়ের বড় একটি গাছের সঙ্গে বিপ্লবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
১১৩৩ দিন আগে
লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬৪
লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬৪ জন।
১৭৭৮ দিন আগে
লক্ষ্মীপুরে নতুন ছয়জনসহ মোট ১৩২ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
১৮০৭ দিন আগে
লক্ষ্মীপুরে চিকিৎসকসহ হোম কোয়ারেন্টাইনে ২০
সদর হাসপতালের সাধারণ ওয়ার্ডে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা তিনজন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে সোমবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
১৮৩৯ দিন আগে
লক্ষ্মীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু
জেলার রামগতিতে ঢাকাফেরত এক যুবক সোমবার ভোররাতে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে মারা গেছেন।
১৮৩৯ দিন আগে
লক্ষ্মীপুরে বাড়ছে শিশু শ্রম, নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা
নিষিদ্ধ হওয়া সত্বেও লক্ষ্মীপুরে বেড়েই চলছে শিশু শ্রম। এর ফলে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
১৮৯১ দিন আগে
শৌচাগার ও টিউবওয়েল নেই লক্ষ্মীপুরের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে
লক্ষ্মীপুরের রায়পুরে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার ও টিউবওয়েল না থাকায় চরম বিপাকে পড়েছে বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা।
১৮৯২ দিন আগে