ঝিনাইদহের শৈলকুপা
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে: অ্যাটর্নি জেনারেল
শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের করা ‘কালো আইনের’ (বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪) ১৯ ধারাবলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় শৈলকুপা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে খুন করেছে, পঙ্গু করেছে ৩০ হাজার মানুষকে। ফলে ১৯৭৪ সালে শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় সরকার চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে বাংলাদেশে ৭০০ মানুষ খুন করা হয়েছে, সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এসবই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই ইনশাআল্লাহ।’
এ সময় কবি হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করে আসাদুজ্জামান বলেন, ‘আমরা ভীরু-কাপুরুষের উপমা হতে চাই না। আমরা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করব।’
‘আওয়ামী লীগ ও তার দোসরা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক, দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। আর তাদের বিচার করার জন্যই এখনও লাখো-কোটি জনতা রাজপথে রয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে গুম, হত্যা ও খুনের বিচার হবে।’
আরও পড়ুন: রাতভর পুলিশি অভিযানের পর সাবেক নাসিক মেয়র আইভী গ্রেপ্তার
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও একটি মানুষও গুম হয়নি। কোনো থানায় পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করেনি। গত ১৭ বছর বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এসব বিবেচনায় আমরা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা না হলে শহিদ মুগ্ধ, ওয়াসিম ও শিশু আনাসের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া, জুলাই বিপ্লবের শহিদদের বিচার করার জন্য সরকার নতুন আইন প্রণয়ের কথা ভাবছে বলে জানান অ্যাডভোকেট আসাদুজ্জামান। সে আইনে জুলাই বিপ্লবের শহিদদের খুনিদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে বলে তিনি মন্তব্য করেন।
২০৯ দিন আগে
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে নিহত এক বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত রণি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
নিহতের আত্মীয় তানভীর হোসেন আদনান জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রণি। এ সময় নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ী গুলি ছোড়ে ডাকাতদল। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
আরও পড়ুন: বারবার ডাকলেও আসেননি ডাক্তার, অবশেষে বৃদ্ধের মৃত্যু
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রণির মরদেহ দেশে আসতে পারে।
আজ (বুধবার) সকালে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোন খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো ম্যাসেজও পাওয়া যায়নি বলে জানান ওসি।
২১২ দিন আগে