ঘাস খাওয়া
গরুর ঘাস খাওয়া নিয়ে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরুকে খাওয়ানো নিয়ে এই ঘটনা ঘটে।
নিহত সামছুল হক (৫০) ঐ গ্রামের আকলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সামছুল ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় সামছুলকে কুপিয়ে আহত করেন ভাতিজা। স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
২১১ দিন আগে