শুভাঢ্যা খাল
শুভাঢ্যা খাল খনন নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খনন ও খালের দুপাশের সৌন্দর্য বর্ধনের কাজ করবে সেনাবাহিনী—এ কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘৩১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বুড়িগঙ্গা নদী হয়ে ধলেশ্বরী নদী পর্যন্ত লম্বা প্রায় আনুমানিক ১৩ কিলোমিটার খাল খনন করবে সরকার।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শুভাঢ্যা খালের পানি প্রবাহের মুখগুলো ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে দখল রাখার কারণে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও খাল রক্ষায় এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। এছাড়া কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর কাপড়ের জুটসহ বিভিন্ন বর্জ্য খালে না ফেলার অনুরোধ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।
সোমবার (১২ মে) দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জনগণের টাকায় এই খাল খনন করা হবে। যাতে জনগণের অর্থ অপচয় না হয় ও অর্থ যেন সাশ্রয় হয়, সেই বিষয়ে সরকার দেখভাল করার জন্যই এই পরিদর্শনে আসেন। এই খালের রক্ষণাবেক্ষণের জন্য গার্মেন্টস জুটসহ বাসাবাড়ির বর্জ্যসহ অন্যান্য সমস্ত ময়লা আবর্জনা খালে না ফেলার জন্য এলাকাবাসীদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন।’
আরও পড়ুন: বড় প্রকল্প অনুমোদনে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করার জন্য সিটি করপোরেশনগুলোতে ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে। আগামী বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি না হয়।’
তিনি বলেন, ‘খালের দুপাশে প্রাকৃতিক নিয়মে পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি হাতে নেওয়া হবে। ঢাকা জেলা প্রশাসনের কাছে খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা করেছে।’
২২৬ দিন আগে