চোখের চিকিৎসা
চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন মির্জা ফখরুল
চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই রাজধানী ব্যাংকের উদ্দেশে উড়াল দেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ফখরুল তার স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেলা সোয়া ১১টায় ব্যাংকক রওনা দিয়েছেন।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
সায়রুল কবির জানান, ব্যাংককের রাটনিন আই হাসপাতাল থেকে ফলো-আপ চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি ১৪ মে তার বাঁ চোখের রেটিনা সমস্যার জন্য সফল অস্ত্রোপচার করিয়েছিলেন।
সায়রুল বলেন, ফখরুল আগামী ১৯ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে, ১৩ মে বিএনপির মহাসচিব জরুরি ভিত্তিতে তার বাঁ চোখের রেটিনার অস্ত্রোপচারের জন্য ব্যাংকক গিয়েছিলেন।
১১৪ দিন আগে
চোখের চিকিৎসার জন্য ব্যাংককে বিএনপি মহাসচিব
চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের কেউ অন্যায় করলে পুলিশে দিতে বললেন মির্জা ফখরুল
তিনি জানান, গতকাল (সোমবার) সকালের দিকে চোখে সমস্যা অনুভব করেন ফখরুল। এরপর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান তিনি। পরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকরা জানান, তার এক চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন।
চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ফখরুলের অস্ত্রোপচার করানো হবে বলে জানান শায়রুল।
এর আগে, এ বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।
২০৬ দিন আগে