যুবকের অর্ধগলিত লাশ
নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল যুবকের অর্ধগলিত লাশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের একটি ভুট্টাখেত থেকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দুদিন পর মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুল মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ভুট্টাখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
২০৬ দিন আগে