বিএসএফের পুশ-ইন
বিএসএফের পুশ-ইন, সিলেট সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাল ৮টার দিকে বিজিবির ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল কানাইঘাটের আটগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে।
আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয় জন নারী ও দুইজন শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে আটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এরপর আজ (বুধবার) সকালে বিএসএফ তাদের পুশ-ইন করে।
আরও পড়ুন: সীমান্তে ভারতের পুশ-ইন: সরকারের নীরবতায় ক্ষোভ ঝাড়লেন রিজভী
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলম বলেন, ‘বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তারা বাগেরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, তবে এখনো তারা বিজিবির হেফাজতেই রয়েছেন।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘আটকদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
২০৫ দিন আগে