বিএনপি ক্ষমতায় আসবে
নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে—এটা সরকার ও অন্য দল নিশ্চিত হয়ে গেছেন। তাই তারা নির্বাচন দিতে চান না। তিনি বলেন, নির্বাচনের কথা বললে তাদের গায়ের জ্বালাপোড়া শুরু হয়ে যায়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে—সেই গণতন্ত্র আজ হুমকির মুখে।
আরও পড়ুন: প্রশাসনের বিএনপিপন্থী কর্মকর্তাদের পরিকল্পিতভাবে অপসারণ করা হচ্ছে: মির্জা আব্বাস
তিনি আরও বলেন, ‘আগে আমরা কুকুরে মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি। নিবার্চন আদায় করে আমাদের ন্যায্য হিসাব আদায় করে নিতে হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
২০৩ দিন আগে