অর্থ মন্ত্রণালয় ভবন
অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
অর্থ মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন মন্ত্রনালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ কর্মসূচিতে সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যদের মতো রেশন সুবিধা এবং বর্ধিত ভাতার দাবি জানান তারা।
সোমবার (১৯ মে) দুপুর সোয়া ৩টার দিকে সচিবালয়ের বিভিন্ন ভবনের থেকে অর্থ মন্ত্রণালয়ের ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন কর্মচারীরা।
এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে ভবনের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার অফিস কক্ষের সামনে করিডোরে অবস্থান নেন কর্মচারীরা।
সেই সময়ে অর্থ উপদেষ্টা তার অফিসে পূর্বনির্ধারিত একটি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। তার ব্যক্তিগত সচিবের মাধ্যমে বিক্ষোভের খবর জানতে পারেন।
আরও পড়ুন: নগর ভবন আটকে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি
প্রতিবাদকারীরা স্লোগান বন্ধ করে উপদেষ্টার কক্ষের সামনে নীরবে তাদের অবস্থান চালিয়ে যেতে থাকেন। আন্দেলনকারীরা জানান, সরকারি কর্মচারীরাও সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মতো রেশন সুবিধা এবং বাড়তি ভাতা পাওয়ার অধিকার রাখেন।
পরবর্তীতে, বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাদের দাবি-দাওয়া আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে।
১৯৯ দিন আগে