নাটক’ মঞ্চস্থ
ভোট থেকে জনগণের মনোযোগ সরাতে ‘নাটক’ মঞ্চস্থ করা হচ্ছে: বিএনপির ফারুক
জনগণের ভোটাধিকারের দাবি ও তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে দৃষ্টি অন্যত্র সরাতে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক
তিনি বলেন, ‘আপনারা (সরকার) ইশরাকের মতো একজন ব্যক্তিকে শপথ পাঠ করাননি ও আবদুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তিকে বিদেশে যেতে দিয়েছেন। বাংলাদেশের জনগণকে ভোট দেওয়ার ও তাদের প্রতিনিধি নির্বাচনের ন্যায্য পথ থেকে বিচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে আপনারা বিভিন্ন ধরণের নাটক মঞ্চস্থ করছেন।’
বুধবার (২১ মে) জাতীয় নির্বাচনকে ব্যাহত করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংসদে বিরোধী দলের সাবেক প্রধান হুইপ ফারুক বলেন, জাতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর গ্রেপ্তার ও সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের নাটক দেখেছে।
আরও পড়ুন: গণতন্ত্রের জন্য আর কতক্ষণ অপেক্ষা, প্রশ্ন বিএনপির নজরুলের
তিনি বলেন, ‘দেশে আসলে কী ঘটছে? অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জামিন দেওয়া হচ্ছে। যদি তাই হয়, তাহলে এভাবে তাদের গ্রেপ্তার করার অর্থ কী? আর জামিন দেওয়ার অর্থ কী?’
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভের পিছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের জনগণের মৌলিক দাবিগুলোকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একের পর এক নাটক মঞ্চস্থ করা হচ্ছে।’
বিএনপি নেতা আরও বলেন, এনসিপি ইসির বিরুদ্ধে বিক্ষোভ করছে। সংস্কারের আগে এর নিরপেক্ষতা ও গঠন নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আর যখন কমিশন যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে—তখন স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে তারা।
তিনি আরও বলেন যে, এখনও পর্যন্ত কেউ নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডের জন্য সমালোচনা করেনি। ‘তাহলে, আপনারা (এনসিপি) নির্বাচন কমিশনের সামনে কেন প্রতিবাদ করছেন? কার পরামর্শে এবং কোন প্রেত্মার সাহায্যে আপনারা এটা করছেন?... তাহলে আপনারা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান করেন না, তার কথা শোনেন না।’
ফারুক বলেন, আদালত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ঘোষণা করার পরও সরকার এখনও তার শপথ অনুষ্ঠানের ব্যবস্থার কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, ‘আদালতের রায়ের পরেও কেন ইশরাক শপথ নিতে পারছেন না? যদি আপনি কারো কথা শুনে তার শপথ বন্ধ করেন—তাহলে এটি খুবই খারাপ কাজ। আমার মনে হয় সরকারের ভেতরে একটি বড় ষড়যন্ত্র চলছে। এনএসআই, ডিজিএফআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে, কিন্তু তারা কোথাও আটকে যাচ্ছে।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ‘আপনি যদি এটি করেন—তাহলে ষড়যন্ত্রকারীরা আপনাকে আর বিভ্রান্ত করার সাহস পাবে না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনার সঙ্গে আছি।’
প্রধান উপদেষ্টাকে শেখ হাসিনার শাসনবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসার ও একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান ফারুক। বলেন, ‘অন্যথায়, বাংলাদেশে যদি কোনো খারাপ পরিস্থিতি দেখা দেয়—তাহলে আমরা দায়ী থাকব না—আপনার সরকার এর জন্য দায়ী থাকবে।’
১৯৭ দিন আগে