তেল ব্যবসায়ী
১০ দাবিতে নাটোরে তেল ব্যবসায়ীদের ধর্মঘট চলছে
কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন সহজ করাসহ ১০ দফা দাবিতে ৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন নাটোরের জ্বালানি তেল ব্যবসায়ীরা।
রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় নেতা রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা এবং তারা আশ্বাস দেওয়ার পরও সেগুলো পূরণ হয়নি।
এ কারণে আজ (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেল বিক্রি, উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাছাড়া, দাবি না মানা হলে কর্মসূচি আরও দীর্ঘ হতে পারে বলেও সতর্ক করেন রফিকুল ইসলাম।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বাড়লেও মার্চে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ তাদের অন্যান্য দাবিগুলো হলো— সওজ অধিদপ্তরের ইজারা মাশুল পুনর্বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষা ফিস ও নিবন্ধন প্রথা বাতিল করা, পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা-বিপত্তি ছাড়াই ইস্যুকরা, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা এবং বিভিন্ন স্থানে অননুমোদিত ও অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।
এর আগে, গত ১১ মে পরবর্তী ১২ দিনের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে আজ (২৫ মে) থেকে প্রতীকী কর্মসূচি হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টা সারা দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংকলরি কর্মবিরতি পালনের মাধ্যমে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রাখার হুঁশিয়ারি দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
এরই ধারাবাহিকতায় নাটোরে আজ ধর্মঘট শুরু হয়েছে।
১৯৪ দিন আগে