রাজনৈতিক বৈঠক
আজ প্রায় দুই ডজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
নির্বাচন ও সংস্কারসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বাদেও আরও বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় দুই দফায় প্রায় দুই ডজনের মতো রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
রবিবার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৫টায় প্রথম বৈঠক এবং সন্ধ্যা ৬টায় দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম পর্যায়ে বৈঠকে উপস্থিত থাকবেন— কর্নেল (অব.) অলি আহমদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আরও পড়ুন: আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
দ্বিতীয় পর্যায়ে থাকবেন— মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আবদুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইযহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজি।
এর আগে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা আলাদা আলাদা বৈঠক করেছেন।
১৯৪ দিন আগে