১ কোটি ৪২ লাখ টাকা
সিলেট সীমান্তে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পশু, পণ্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্য বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল জব্দ করে।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ মে) ভোরে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কাপড়, ক্রিম, সানগ্লাস, ফেস ওয়াশ, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু ও সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও সুপারি জব্দ করা হয়।
এ ছাড়া, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বাংলাদেশি বারকী নৌকাও জব্দ করে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব পণ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।”
১৯৪ দিন আগে