বিএনপি নেতা নিহত
পাবনায় ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান
পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৪৫) ওই উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হন।
আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় ২ বোন নিহত
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক মিনিট্রাকটিকে জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১৬৮ দিন আগে
বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত
রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।
রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটেছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ১০টায় গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে সামনে কামরুলসহ কয়েকজন চেয়ারে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দুজন দুষ্কৃতকারী মুখোশ পরে এসে এলোপাতাড়ি গুলি করে।
আবস্মিক এই হামলায় কামরুলের বুকে-পিঠে চার থেকে পাঁচটি গুলি লাগে এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, যারা গুলি চালিয়েছেন, তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তারা দ্রুতই ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, ময়নাতদন্তের জন্য কামরুল আহসানের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাড্ডা থানার ওসি।
১৯৩ দিন আগে