নিক্কেই ফোরাম
এশিয়াকে অভিন্ন সমৃদ্ধির বাতিঘরে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এশিয়াকে অভিন্ন সমৃদ্ধির বাতিঘরে পরিণত করার লক্ষ্যে সাত দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৯ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনের মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে দেখতে পাই, এশীয় দেশগুলো আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির সুস্পষ্ট পথ তৈরি করতে হবে।’
এশিয়ার দেশগুলোর পারস্পরিক নির্ভরশীলতাকে সহযোগিতায় রূপান্তরিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্য একদিকে যেমন শক্তি, অন্যদিকে তেমনি তা একটি কঠিন পরীক্ষাও। আমাদের পরস্পরের ভাগ্য এখন ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। এক দেশে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিলে তা অন্য দেশেও প্রভাব ফেলে।’
‘এক দেশের পরিবেশ বিপর্যয় অন্য দেশের বৃষ্টিপাতের ওপর প্রভাব ফেলে; এক অঞ্চলের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য প্রবাহ প্রভাবিত হয়।
‘এই আন্তঃনির্ভরতাকে সংঘাতে নয়, সহযোগিতায় রূপ দিতে হবে; অভিন্ন সমৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে, কোনো ধরনের প্রতিযোগিতায় যাওয়া যাবে না।’
১৯০ দিন আগে