আরিচা-কাজিরহাটে
বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বাংলাদেশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুপুর সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায়, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
আরও পড়ুন: বৃষ্টি ও ঝড়ো বাতাসে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, জনদুর্ভোগ
এছাড়া, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, ‘সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে গেছে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’
১৯০ দিন আগে