ঢাকার আবহাওয়া
ঢাকার আকাশে থাকবে শুধু মেঘ, বৃষ্টির সম্ভাবনা নেই
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর ধীরে ধীরে কম সক্রিয় হয়ে পড়েছে। এর ফলে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাও কমছে একটু একটু করে। রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়।
আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া এই সময়ে প্রধানত শুষ্ক থাকতে পারে।
অ্যাকিউওয়েদারের তথ্য বলছে, আজ সারা দিন ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সন্ধ্যার আগে এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কিন্তু বৃষ্টির বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় সংস্থাটি।
আবহাওয়ার এই পূর্বাভাসের আভাস সকাল থেকেই দেখা মিলছে রাজধানীতে। মেঘ-রোদের লুকোচুরি চলছে একটু পরপরই।
বৃষ্টি না হলেও এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরমেও বাইরে কিছুটা স্বস্তি মিলতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রার (৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস কম। অবশ্য এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। ফলে তাপ কম থাকলেও গরম খুব কম অনুভূত হয়নি।
তবে দুপুর গড়াতেই দেখা মেলে জৈষ্ঠ্যের আম-কাঁঠাল পাকা গরম। দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা বেড়ে হয় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকার কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুর ১২টা পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজ শিকাগো-বার্সেলোনার চেয়েও ভালো
১৭৬ দিন আগে
সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
গত সপ্তাহজুড়ে সারা দেশে ভারী বৃষ্টিপাতের পর গত দুদিন ধরে এই প্রবণতা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত একেবারেই চলে যায়নি বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, দেশের উত্তরের জেলা নীলফামারীর ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় তা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলা উপজেলায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে।
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস
আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের সর্বোচ্চ তাপমাত্রার (৩৬.৮) চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। দিনের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নদীবন্দরে ১ নম্বর সংকেত
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৭৭ দিন আগে
নদীবন্দরে ১ নম্বর সংকেত, ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল লঘুচাপে পরিণত হয়ে ইতোমধ্যে বাংলাদেশ অতিক্রম করেছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোতে আর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৩১ মে) সকালে সামুদ্রিক সতর্কবার্তায় রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার করছে। তবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে, আজ (শনিবার) ভোর ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, এই অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। মেঘ-রোদে খেলা চললেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
এই সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
১৮৮ দিন আগে