দুই যুবককে পিটিয়ে হত্যা
দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর দারুস সালাম থানার আহমদ নগর এলাকায় শনিবার সকালে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ মে) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান, পুলিশ খবর পেয়ে আহমেদ নগরের হাদ্দি পট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা জানিয়েছেন যে দুপুর ১২টার পরে বা তার আগে তাদের হত্যা করা হয়েছে।’ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কবিরাজকে ১০ টুকরো করে হত্যা, দুজনের ফাঁসির আদেশ
ওসি রকিবুল বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেক মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, নিহতদের একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একটি মামলা দারুস সালাম থানায় এই ঘটনার আগের দিনই দায়ের করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৮৭ দিন আগে