কমল ডিজেল-ককটেন-পেট্রোলের দাম
কমল ডিজেল-ককটেন-পেট্রোলের দাম, বেড়েছে কেরোসিনের
ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমেছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলে ২ টাকা এবং অকটেন ও পেট্রোলে ৩ টাকা কমানো হয়েছে।
শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন এ দাম রবিবার দিনগত মধ্যরাত (১ জুন) থেকে কার্যকর হবে। তবে দাম নির্ধারণের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বেড়েছে।
গত ১৯ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশোধিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা প্রকাশ করেছে।
নির্দেশিকায় বলা হয়, জ্বালানি তেলের ভেজাল রোধে এখন থেকে কেরোসিনের মূল্য পেট্রোল থেকে লিটার প্রতি ৪ টাকা কম নির্ধারণ হবে। আগের নিয়মে ডিজেল ও কেরোসিনের একই দাম নির্ধারণ করা হতো।
আরও পড়ুন: চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, বিপাকে রাজধানীবাসী
জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমে হয়েছে ১০২ টাকা। এছাড়া তিন টাকা কমে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা থেকে ১২২ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১১৮ টাকা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১০ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা। যা সংশোধিত নিয়ম অনুযায়ী পেট্রোলের দাম থেকে চার টাকা কম।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য 'জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)'র আলোকে জুন মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।সর্বশেষ গত ১ মে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছিল।
ইউএনবি/জেএ
১৮৭ দিন আগে