ছাত্রী নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের দক্ষিণ বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রীর নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) বিকালে দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কলেজ ছাত্রী সুহেনা আক্তার (২২) পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ছবেদ আলী জানান, দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
১৮৮ দিন আগে