১৩ দিন
১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট নগরীর কাজিটুলার এলাকার একটি বাসায় এক স্কুলছাত্রীকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রবিউল হক রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত রবিউল হক রায়হানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিশ্বনাথ থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী কিশোরী বাদীর মেয়ে। সে (ভুক্তভোগী) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান বাদীর পার্শ্ববর্তী বাড়ির হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসছে। প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা মেয়েকে একাধিকবার প্রেমের প্রস্তাব করে। ভুক্তভোগী বিষয়টি নিজ পরিবারকে অবগত করলে বাদী রবিউলকে তার নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
এতে রবিউল হক রায়হান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট নগরীর কাজিটুলার মক্তব গল্লীর জনৈক ফয়ছল আহমদ এর বাসায় নিয়ে আটকে রেখেছে।
আর এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী জানায়, রবিউল কাজিটুলাস্থ ফয়ছল আহমদের ঘরে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিলেট থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রবিউল হক রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।’
১৮৭ দিন আগে