মাদক নিয়ে বিরোধ
মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার শাপলা চত্বরের পশ্চিম পাশে মাদক নিয়ে বিরোধের জেরে জীবন হোসেন ওরফে মন্টু (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বেপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল তাদের দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। ছুরির উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই জীবন নিহত হয়।
আরও পড়ুন: ১৩ দিন ধরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
১৮৭ দিন আগে