স্বাস্থ্য খাতে
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল ৫০১ কোটি টাকা, পিএইচডি সুবিধা পাবে নার্সরা
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের স্বাস্থ্য খাতে ৫০১ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এ খাতকে সমৃদ্ধ করতে সরকার নার্সদের পিএইচডির ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
নতুন বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।
নতুন অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে।
এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।
পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে নতুন বাজেটে।
আরও পড়ুন: বাজেটে: বাড়ছে ভাতা, টিসিবির আওতায় আরও ৫ লাখ পরিবার
এ খাতে উন্নত দেশের চাহিদা অনুযায়ী কেয়ার গিভিং এ দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয় বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা।
বলেন, কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা করছে সরকার।
১৮৬ দিন আগে