পিকআপ চাপা
নাটোরে এক পিকআপের চাপায় আরেক পিকআপ চালকসহ নিহত ২
নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটে একটি পিকআপের চাপায় অন্য আরেকটি পিকআপের চালক ও এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
নিহতরা হলেন— আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) ও পিকআপচালক রনি (২৪)। তাদের দুজনেই পাবনা জেলার বাসিন্দা, তবে নিহতদের বাসস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনাগামী আমবাহী একটি পিকআপ চকবৈদ্যনাথ চামড়া মার্কেট অতিক্রম করার সময় চাকা ফেটে যায়। এ সময় মজিদের সহায়তায় চালক রনি ফেটে যাওয়া চাকা মেরামতের জন্য পিকআপের পেছনে যেতেই অপর একটি পিকআপ এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে রাতেই লাশ উদ্ধার করেন। পরে তা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি থানায় নেওয়া হয়েছে।
১৮৫ দিন আগে