বাবাকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জে বাবাকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাই উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ তারই ছেলে কাউছার হোসেনের (২২) বিরুদ্ধে।
নিহত সেলিম হোসেন খোকন (৫০) ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের ছেলে ও পাঁচ সন্তানের জনক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: পলাশবাড়িতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই ‘খুন’
স্থানীয়রা জানায়, নিহত সেলিম হোসেন পেশায় একজন গাড়ি চালক ছিলেন। গত ৭ মাস ধরে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে তার দ্বিতীয় ছেলে কাউছার হোসেন লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে হত্যাকারী পালিয়ে যায়।
অভিযুক্ত কাউছার মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এ নিয়েই সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি হতো।
রও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই সেলিম হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
৩ বছর আগে
আশুলিয়ায় বাবাকে পিটিয়ে হত্যা!
আশুলিয়ার দোসাইদ এলাকায় বৃহস্পতিবার রাতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
৪ বছর আগে