পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর
নড়াইলে পুকুরে পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের
নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে রাহাদ শেখ ও রিহান শেখ নামের দুই শিশু নিহত হয়েছেন।
বুধবার(৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাহাদ শেখ আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। তাদের উভয়ের বয়স প্রায় পৌনে দুই বছর। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, আজ সকালে খাবার শেষে বাড়ির উঠানে খেলছিল রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একই পরিবারের দুই শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০৮ দিন আগে