লন্ডনের হিথ্রো বিমানবন্দর
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জোবাইদা রহমান
প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এক মাস পরেই আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনক্নি তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিমানবোর্ড করার পরপরই জোবাইদা রহমান বেগম জিয়ার সঙ্গে কথা বলেন এবং তার দোয়া প্রার্থনা করেন।
এর আগে গতকাল (বুধবার) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘মাহবুব ভবনে’ তার মা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নেন জোবাইদা রহমান। এরপর তিনি গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।
গত ৬ মে লন্ডনে চার মাসের উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সে সময় জোবাইদাও তার সঙ্গে দেশে ফেরেন। এরমধ্য দিয়ে তার ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটে।
আরও পড়ুন: দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
২০০৮ সাল থেকে তারেক রহমান, ডা. জোবাইদা ও তাদের মেয়ে জাইমা রহমান লন্ডনে বসবাস করছেন।
জোবাইদা এমবিবিএস পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেছিলেন এবং ১৯৯৫ সালে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
পরে ২০০৮ সালে তিনি শিক্ষাবকাশে লন্ডন গেলে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
এরপর লন্ডনে বসবাসকালেও জোবাইদা রহমান ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৮২ দিন আগে