ফুলবাড়ি ইউনিয়ন
গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক মেয়র আব্দুল হানিফ খাঁনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, আব্দুল হানিফ খান উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: লাউয়াছড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে আব্দুল হানিফ খান বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানান তিনি।
ওসি জানান, তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
১৮২ দিন আগে