নিহত ২, শিশুসহ আহত ৫
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, শিশুসহ আহত ৫
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৮ জুন) বিকালে চাঁদপুর-মতলব সড়কের মতলব দক্ষিন উপজেলার বরদিয়া আড়ং এলাকার ব্রীজসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের বাসিন্দা সিএনজির চালক সিদ্দিকুর রহমান (৫০) এবং একই উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা যাত্রী তপন চৌধুরী (৩৫)।
স্থানীয়রা জানান, জৈনপুর পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্য রওয়া হয়। অপরদিকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি শিশুসহ ছয়জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। এ সময় বাস ও সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও শিশুসহ মোট সাতজন আহত হয়। তাদেরকে উদ্বার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক ছিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্বে ‘ছোট ভাইয়ের হাতে’ বড়ভাই খুন
অপর দুই যাত্রী তপন ও এক শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শিশু ফাহিমকে সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ইউএনবিকে বলেন, ‘সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতাল ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১৭৯ দিন আগে