বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু
অর্থনীতির ঘুরে দাঁড়াতে নির্বাচিত সরকার প্রয়োজন: বিজিএমইএ সভাপতি
বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। একারণে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুতই দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন তিনি।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ প্যালেস হোটেলের লবিতে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যারা নতুন শিল্প স্থাপন করতে চান বা ব্যবসা শুরু করতে চান, তারাও অপেক্ষা করছেন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য।’
যত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, তত দ্রুত দেশের অর্থনৈতিক গতি ফিরবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে ও ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করবে বলে মনে করেন তিনি।
এ সময় চুয়াডাঙ্গা জেলায় একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনার কথা জানান তিনি। যাতে যেসব অদক্ষ যুবক-যুবতী কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হয়। পরে এসব কর্মীকে তিনি বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে চাকরির জন্য পাঠানোর আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে: ডা. শফিকুর রহমান
১৭৮ দিন আগে