জি এম সাহাবুদ্দিন আজম
গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আ.লীগ নেতা সাহাবুদ্দিন
বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তারের পর গোপালগঞ্জ জেলা কারাগার হয়ে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১০ জান) রাত ১০টার দিকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে ঢাকার কাশেমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) সকালে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে গেলে তার পাসপোর্ট লক অবস্থায় পাওয়া যায়। সে সময় খোঁজ নিয়ে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, তিনি হত্যাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে রাত ৯টার দিকে তাকে বিশেষ নিরাপত্তায় গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে তাকে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর সেখান থেকে সাহাবুদ্দিন আজমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ. লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
জিএম সাহাবুদ্দিন আজম ঢাকার যাত্রাবাড়ি থানার হত্যা মামলা, গোপালগঞ্জের একটি সহিংসতা মামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত রয়েছেন।
১৭৭ দিন আগে