ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ
নেত্রকোণায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
নেত্রকোণার কেন্দুয়ায় ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন— সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫), খোদেজা (৩২)।
এদের মধ্যে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গুরুতর আহত মৃত চান মিয়া ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে অভিযুক্তরা হল—সিদ্দিক মিয়া (৪০), আমিন (১৭), মনির (২৬), সজিব (২৭), কালাম (৪০), সালাম (৩৬) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
আরও পড়ুন: ‘ইভটিজিং নিয়ে হত্যা’ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন
পরিবার বরাত দিয়ে পুলিশ জানান, গতকাল (মঙ্গলবার) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির সামনে পরিবারের কিছু নারী সদস্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার সাদেক মিয়ার ছেলে আমিন এবং বাচ্চু মিয়ার ছেলে সজিবসহ কয়েকজন যুবক ওই নারীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে এবং গান গেয়ে ইভটিজিং করে। নারীরা প্রতিবাদ করলে স্থানীয়রা অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেয়।
তবে এর মাত্র ১০ মিনিট পর মো. সিদ্দিক মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর জখম করে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পরিস্থতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’
১৭৭ দিন আগে