বাস উল্টে হেলপার নিহত
ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০ যাত্রী
ময়মনসিংহে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে হেলপার মঞ্জুরুল হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
বুধবার (১১ জুন) সকাল ৮টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল (৪১) শেরপুরের শ্রীবরদী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ঢাকাগামী 'জুনায়েদ এক্সপ্রেস' নামের একটি বাস চায়না মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল মারা যান এবং আহত হন অন্তত ১০ যাত্রী।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৭৭ দিন আগে