গরু ব্যবসায়ীর মৃত্যু
ঘুমের মধ্যেই কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
লালমনিরহাট আদিতমারীতে হাফিজুল ইসলাম নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের কুড়ালের আঘাতে কামাল হোসেন (৪৪) নামের স্থানীয় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) বিকালে উপজেলার তালুক দুলালী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত
স্থানীয়রা জানান, গরমের কারণে বুধবার দুপুরে কামাল হোসেন বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে বাঁশের তৈরি চাংড়ায় শুয়ে ছিলেন। এসময় প্রতিবেশী হাফিজুল ইসলাম হঠাৎ কুড়াল দিয়ে তার মাথার বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে গরমের কারণে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর হাফিজুল ইসলাম পালিয়ে গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা কুদ্দুস আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী।
১৭৬ দিন আগে