ছোট ভাইয়ের ছুরিকাঘাত
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম নিহত হয়েছেন। রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।
শনিবার (১৪ জুন) বিকাল দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল।
তার ছেলে খালিদ হাসান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমার চাচা ইব্রাহিম আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে চাচা ছুরি দিয়ে আমার বাবা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
‘তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের (বাবা) মৃত্যু হয়।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৭৩ দিন আগে