উপদেষ্টাদের গাড়িবহর আটক
সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রেবিবার (১৫ জুন) রাতে সিলেট শহর থেকে দুইজন ও গোয়াইঘাট থেকে একজনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন, গোয়াইনঘাট উপজেলার দেলোয়ার, শাহজাহান ও ফারুক মিয়া।
পড়ুন: সিলেটে পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে দেলোয়ার, শাহজাহানকে সিলেট থেকে ও ফারুক মিয়াকে গোয়াইঘাটের জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয়রা উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকলে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর। বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ হতে থাকে।
১৭১ দিন আগে