তানোর যুবলীগের সাধারণ সম্পাদক
ভারতে যাওয়ার সময় তানোর যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
জুবায়ের ইসলাম (৫৮) উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কার মণ্ডলের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, ইমিগ্রেশনে উপস্থিত যাত্রীদের তথ্য যাচাইয়ের সময় সফটওয়্যারে জুবায়ের ইসলামের বিরুদ্ধে তানোর থানায় দুটি নিয়মিত মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া ওই মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন।
১৭১ দিন আগে