রেললাইনে বসে আড্ডা
মিরসরাইয়ে রেললাইনে বসে আড্ডা: ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ বন্ধুর
চট্টগ্রামের মিরসরাইয়ে টেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
এতে আরাফাত হোসেন (১৮), আনিস (১৮), রিয়াজ (১৮) নামে তিনজন ঘটনাস্থলে মারা যায়।
পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেল পুলিশের (জিআরপি থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন বন্ধু রেললাইনের উপর বসে আড্ডা দেওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিন বন্ধু। ঘটনাস্থলে পুলিশ এবং নিহতদের আত্মীয়-স্বজনরা গেছেন।
১৬৮ দিন আগে