পেঁয়াজ চাষি
দাম কমে যাওয়ায় ফরিদপুরের পেঁয়াজ চাষিরা বিপাকে
পেঁয়াজের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় দিন পার করছেন দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের চাষিরা। জেলার বিভিন্ন বাজারে পেঁয়াজ প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকায়। তবে চাষিরা বলছেন, অন্তত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দর না পেলে লাভ তো দূরের কথা, পুঁজি তোলা কষ্টকর হয়ে যাবে।
রবিবার (২২ জুন) সকালে সালথা উপজেলার ঠেনঠেনিয়া পেঁয়াজ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ছয়টা থেকেই ভ্যান, নসিমন ও অটোরিকশাযোগে, কিংবা মাথায় বস্তা, ধামা বা ঝুড়িতে পেঁয়াজ নিয়ে হাটে আসছেন চাষিরা। হাটে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররাও দরদাম করে পেঁয়াজ কিনছেন। সপ্তাহে রবি ও বুধবার বসা এই হাট চলে দুপুর পর্যন্ত।
হাটে মানভেদে প্রতি মণ পেঁয়াজের দাম উঠছিল দেড় হাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত। জেলা শহর ও আশপাশের বাজারগুলোতেও একই চিত্র।
আরও পড়ুন: বৈচিত্র্যময় আমে সয়লাব নাটোরের হাটবাজার, দামও নাগালের মধ্যে
চাষিরা জানান, পেঁয়াজ উৎপাদনে তুলনামূলকভাবে ব্যয় বেড়েছে, কিন্তু সেই হারে দর বাড়েনি। এ মৌসুমে পেঁয়াজের আবাদও বেশি হয়েছে।
১৬৫ দিন আগে