অর্ডিন্যান্স
অর্ডিন্যান্স বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে গণসংযোগ করবে আন্দোলনকারীরা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে গণসংযোগ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
সোমবার (২৩ জুন) ১১টা থেকে ১টা পর্যন্ত সচিবালয়ে দুই ঘণ্টার কর্মবিরতি পালন শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।কর্মবিরতি চলাকালে সচিবালয়ের দ্বিতীয় ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন।
এসময় ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, ‘আমাদের প্রধান দাবি সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল। এ দাবিতে আগামীকাল সচিবালয়ের অভ্যন্তরে গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।’
কোনো উসকানিমূলক বক্তব্য না দিতে আহ্বান জানিয়ে ফোরামের আরেক কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের যেভাবে প্রকাশ্যে অপমান করা হয়েছে, গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে, তা থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতার অপব্যবহার করলে একদিন সবাইকেই তার খেসারত দিতে হবে।’
আরও পড়ুন: চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শনিবার থেকে সারা দেশে কর্মবিরতির হুমকি এনবিআর কর্মীদের
এর আগে, ২৪ মে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু তাদের আন্দোলনের মাঝেই গত ২৫ মে সরকার অধ্যাদেশটি জারি করে।
অধ্যাদেশ অনুযায়ী, চারটি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোনো বিভাগীয় প্রক্রিয়া ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে।
ঈদুল আজহার আগে ৩ জুন পর্যন্ত সচিবালয়ে কর্মসূচি চালিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ১৫ জুনের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
এ অবস্থায় গত ৪ জুন মন্ত্রিপরিষদ বিভাগ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটির প্রথম বৈঠক সোমবার বিকালে হওয়ার কথা ছিল।
আইন উপদেষ্টা কর্মকর্তা-কর্মচারীদের কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
১৬৫ দিন আগে