ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বয়ে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের অভিযানে সব ধরনের যুদ্ধ লক্ষ্য অর্জিত হয়েছে বলে সোমবার রাতে নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠকে জানতে পেরেছি। ইরানের পারমাণকি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকিও ধ্বংস করা হয়েছে।
‘ইরানের সামরিক নেতৃত্ব ও কয়েকটি সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েল,’ বলেন নেতানিয়াহু। কোনো ধরনের যুদ্ধবিরতির লঙ্ঘন হলে ইসরায়েল তার বাধ্যতামূলক জবাব দেবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সবশেষ সোশাল মিডিয়া পোস্ট অনুযায়ী, তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি। তার মানে ইরানের তরফে এখনও কোনো স্পষ্ট চুক্তির ঘোষণা আসেনি। ফলে এখনও নিশ্চিত ঘোষণা বা নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যম।
গত কয়েক ঘণ্টায় তেহরানে নতুন কোনো ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়নি, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবায়নের ইঙ্গিত হতে পারে।
তবে ইরান সতর্ক করে দিয়েছে, যদি দেশের ওপর আবার কোনো ধরনের হামলা চালানো হয়, তাহলে তারা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেবে।
১৬৪ দিন আগে