পদ্মা ও মেঘনা
পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী
ফরিদপুর এবং কুমিল্লাকে দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনা নামে বিভাগ করতে চান বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি- একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।
বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি কুমিল্লা নামে বিভাগ গঠিত হয় তাহলে অন্যান্য জেলা এতে যোগ দিতে আগ্রহী নাও হতে পারে।
শেখ হাসিনা বলেন, তিনি দেশের আরেকটি বিখ্যাত নদী পদ্মার নামে ফরিদপুর বিভাগ গঠন করতে চান।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা নতুন অফিস ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পড়ুন: পূর্বাচলে অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়: প্রধানমন্ত্রী
শিশুদের ভালোবাসা দিয়ে গড়ে তুলুন: প্রধানমন্ত্রী
৩ বছর আগে
চাঁদপুরে পদ্মা ও মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ
ইলিশের পোনা বা জাটকা সংরক্ষণে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
৪ বছর আগে