মাদক বাহক
শুধু মাদকের বাহকদের নয়, গডফাদারদেরও ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা শুধু মাদকের বাহকদের ধরছি৷ শুধু বাহকদের ধরলে হবে না৷ এদের গডফাদারদের ধরতে হবে৷’
বুধবার (২৫ জুন) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন৷
উপদেষ্টা প্রতিনিধিদের উদ্দেশ করে বলেন, ‘১ হাজার ৪০০ কোটি টাকার মাদক নিরাময় কেন্দ্র দেওয়া হলো৷ জনবল বাড়ানো হলো৷ আপনারা হাতিয়ার চাইলেন সেটাও দেওয়া হলো৷ এবার মাদকের গডফাদারদের ধরতে হবে৷ শুধু বাহকদের ধরে কোনো লাভ হবে না।
আরও পড়ুন: সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
তিনি আরও বলেন, ‘একটি দেশের বাহিনী সীমান্তের মাদক পাচারের ওপর পুরোপুরি নির্ভর করছে৷ এখান থেকে আয় করে তারা ঘর সংসার চালাচ্ছে৷ এটা কিভাবে বন্ধ করা যায় চেষ্টা করছি৷’
আমরা পুরোপুরি সফল হয়েছি বিষয়টা তা নয়৷ তবে আমরা চেষ্টা করছি৷ আজকাল অনেক বদি (কক্সবাজারের ইয়াবাসম্রাট হিসেবে কুখ্যাত সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদি) তৈরি হয়ে গেছে৷ তাদের কিভাবে ধরা যায়, সেটাই চেষ্টা করছি।
১৬৩ দিন আগে