সরকারি কলেজ সিলেট
জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী ধরা
সিলেটে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক পরীক্ষার্থী আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ সিলেট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা শুরুর দিন পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়, দুজনের একই প্রবেশপত্র। দুজনই সিলেট মদনমোহন কলেজের পরীক্ষার্থী।
বিষয়টি টের পাওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও মদনমোহন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, মোছা. তাহমিনা আক্তার নামের পরীক্ষার্থীর প্রবেশপত্রটি জাল। পরে আসল প্রবেশপত্রটি নিয়ে আসা ফয়জিয়া আক্তার নামের অপর পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়ে তাহমিনাকে আটক করে রাখা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদে তাহিমানা জানান, পরীক্ষার ফি প্রদানের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার ভাই এক দালালের কাছে টাকা জমা দেন এবং ওই দালাল একটি প্রবেশপত্র তাদের সরবরাহ করেন। কিন্তু আজ কেন্দ্রে এসে জানতে পারেন এটি জাল।
অভিযুক্ত পরীক্ষার্থী জানান, তার ভাই বর্তমানে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তিনি কেন্দ্রে আসতে পারবেন না। বিপাকে পড়া শিক্ষার্থী এ সময় কেঁদেও ফেলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘জাল প্রবেশপত্র তৈরির বিষয়ে ওই পরীক্ষার্থী বা তার ভাইয়ের হাত থাকলে আমাদের উচিৎ তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া। কিন্তু পরীক্ষার্থী শিক্ষার্থী হওয়ায় এখানে মানবিকতারও একটি বিষয় আছে। তাই তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।’
তবে তারা যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে যে দালালের মাধ্যমে এটি করিয়েছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন বলেও জানান তিনি।
১৬২ দিন আগে