পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা
দুই সিটি করপোরেশনের দুটি জোনে আগস্ট থেকে চলবে ই-রিকশা: উপদেষ্টা আসিফ
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্বল্প গতির নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির ধানমণ্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের এক্সপার্ট টিমের তৈরি তিন চাকার এই ই-রিকশা।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধায়নে ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে। এরপর তারা মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।’
তিনি বলেন, ‘অটোরিকশা নিয়ে আমরা একটি অ্যাকশন প্ল্যান নিয়েছি—কীভাবে এটি বাস্তবায়ন হবে। আমাদের পুরো লাইসেন্স প্রক্রিয়াটি আমরা অনলাইনে নিয়ে আসছি। যাতে এখানে কোন হাতের সংস্পর্শ না থাকে।’
উপদেষ্টা বলেন, ‘অটোরিকশা ঝুঁকিপূর্ণ এবং সড়ক দুর্ঘটনার অনেকাংশই অটোরিকশার মাধ্যমে হয়, যার অধিকাংশই রেকর্ড হয় না। বিগত সাত-আট মাসে আমরাও দেখেছি বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। ভাবিনি যে এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এটি নিয়ে বুয়েট কাজ করেছে এবং আমরা ই-রিকশাচালুর উদ্যোগ নিয়েছি।’
‘সবার সহযোগিতায় খুব কম সময়ে আমরা ই-রিকশা বাস্তবায়নের প্রথম স্টেপে চলে এসেছি। আমরা প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেব। এরপর আমরা রিকশাচালকদের প্রশিক্ষণ দেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের রিকশাচালকরা যারা এই পরিবর্তনে অংশ নেবেন, তাদের ওপর যেন কোন বাড়তি চাপ না থাকে—তা আমরা নিশ্চিত করতে চাই। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। রিকশা অ্যাপ নামে একটি অ্যাপ চালু করব। রিকশার মধ্যে কিউআর কোড থাকবে। এটি ট্রাফিক পুলিশের রেজুলেশনের মধ্যে চলে আসবে। তারা স্ক্যান করলে সমস্ত ইনফরমেশন চলে আসবে। আমাদের প্রশিক্ষকরা এটি ব্যবহার করতে পারবেন।’
উপদেষ্টা জানান, দুই এলাকায় প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক অটোরিকশার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। তবে কখনোই এই সংখ্যা সীমার বাইরে যাবে না। এখন যেমন চাইলেই যেনতেনভাবেভাবে ঢাকায় রিকশা ঢুকে যাচ্ছে, এটি হবে না। কেবল নির্ধারিত এলাকাতেই চলবে এই ই-রিকশা।
আরও জানান, ঢাকা দক্ষিণ সিটির বিষয়ে দ্রুতই ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬০ দিন আগে