অস্ত্র ও মাদক জব্দ
গাইবান্ধায় মাটি খুঁড়ে ধারালো অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রী জব্দের পাশাপাশি চারজন গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার চারজন হলেন— আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন।
আরও পড়ুন: বেনাপোলে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আজাদ মিয়ার বসতবাড়ির মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এরপর ওই চারজনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়িটি থেকে শতাধিক পিস ইয়াবা, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ জব্দ করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— একটি নকল পিস্তল, ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ দেশীয় অন্যান্য ধারালো অস্ত্র। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা পুলিশের।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১৫৩ দিন আগে