সাপের দংশন
চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
চাঁদপুরে পুথক ঘটনায় নারীসহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আরিফ হোসেন (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী বিদ্যুতায়িত হয়ে এবং সাপের দংশনে মনোয়ারা বেগম (৭০) নামে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকালে মতলব উপজেলার ননদীখোলা গ্রামে এবং সদর উপজেলার কল্যাণপুরে এই ঘটনাদুটি ঘটে।
নিহত আরিফ হোসেন মতলব উপজেলার দক্ষিণের নায়েরগাও উত্তর ইউনিয়নের পিতাম্বর্দী গ্রামের মৃত আলী হোসেন বেপারির ছেলে।
তার বড় ভাই শরীফ হোসেন বলেন, শনিবার বিকালে ননদীখোলা গ্রামে পুকুরে মাছ ধরতে যায় আরিফ। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ না করে মোটরের সংযোগ দিতে গিয়ে শর্ট সার্কিটে আগুন ধরে গিয়ে সেই আগুন তার বুকে লাগে। এতে তার শরীরের অনেক অংশ ঝলসে গুরুতর অগ্নিদগ্ধ হয় আরিফ। সে সময় তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা এ খবর নিশ্চিত করে ইউএনবিকে বলেন, ‘শনিবার সন্ধায় আরিফের জানাজা সম্পন্ন হয়েছে।’
আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে দুই শিশু নিহত
অন্যদিকে, সাপের দংশনে নিহত বৃদ্ধা মনোয়ারা বেগম সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল বিকালে মনোয়ারা বেগম বাড়ির পাশের কবরস্থান-সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। এরপর দ্রুত বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক।
চাঁদপুর সদর হাসপাতালের সুপারিন্টেডেন্ট ডা. এ কে এম মাহবুবুর রহমান ইউএনবিকে বলেন, ‘সাপ দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। তাই এ ধরনের ঘটনায় সঙ্গে সঙ্গে হাসপাতাল এসে চিকিৎসা নেওয়া জরুরি। এ ছাড়া বর্ষার মৌসুমে এসব ঘটনায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।’
১৫২ দিন আগে