কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার
জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইসি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে নির্বাচন কমিশন (ইসি) কঠোরভাবে কাজ করছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘এআইয়ের অপব্যবহার আমাদের জন্য বড় হুমকি হতে পারে। আমরা এ বিষয়ে কানাডার সহযোগিতা চেয়েছি। কারণ, গত বছর ওই দেশটি নির্বাচনে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। আমরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ চেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’
বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে ইসির অবস্থান
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হিসেবে অভিহিত করা বিদেশি পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিইসি নাসির উদ্দিন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা গত তিনটি নির্বাচনকে গ্রহণযোগ্য বলেছে, আমরা কেন তাদের আবার আমন্ত্রণ জানাব? আমরা কেবল সেইসব পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব, যারা নির্ভরযোগ্য, অভিজ্ঞ এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা রাখেন। অতএব, আমরা তাদের নেব এবং আগের তিন নির্বাচনকে স্বীকৃতি দেওয়া পর্যবেক্ষকদের বাদ দেব।’
আরও পড়ুন: বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত
আগামী নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন সিইসি।
সিইসি বলেন, কানাডার কূটনীতিকরা নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাব্যতা জানতে চেয়েছেন। এর জবাবে কমিশন তাদের যাবতীয় প্রস্তুতির কথা বিস্তারিত জানিয়েছে।
তিনি আরও বলেন, কমিশন সারা দেশে ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালাবে। ভোটকেন্দ্রের কর্মী, পর্যবেক্ষক এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে।
সিইসি বলেন, ‘‘এই প্রক্রিয়ায় কানাডা আমাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে। তারা বলেছে, ‘আমরা আপনাদের সহযোগিতা করব— তা অব্যাহত থাকবে।’ তারা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।’’
তিনি জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে বিদেশি দেশগুলো আস্থা প্রকাশ করেছে। কানাডা আমাদের প্রতিশ্রুতি শুনে খুশি। তারা কমিশনের প্রতি খুবিই সন্তুষ্ট।
নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কানাডার কূটনীতিকরা জানতে চেয়েছিলেন নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে কিনা। আমি তাদের বলেছি, এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।’
১৪৯ দিন আগে